ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৫৭ বার
লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের বকশীগঞ্জে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের স্বেচ্ছাচারিতার মাধ্যমে তৈরি খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল ও অনিয়মের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে নিলাখিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মানববন্ধননঅনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন নিলাখিয়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জহির রায়হান, যুবদল নেতা সানী মিয়া, রফিকুল ইসলাম , রুবিনা বেগম, পাংখা আলী প্রমুখ।
বক্তারা, নিলাখিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা নিজেদের পছন্দের লোককে তালিকায় এনেছে। যারা চেয়ারম্যান ও মেম্বারদের চাহিদামত টাকা দিতে পেরেছে শুধু তাদেরই এসব তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। শুধু খাদ্য বান্ধব কর্মসূচিই নয় বিডব্লিওবি কর্মসূচিতেও অনিয়ম, দুর্নীতির মাধ্যমে প্রস্তুত করা খাদ্য বান্ধব কর্মসূচির তালিকা বাতিল করে নতুন করে অসহায়, দুস্থ ও চাহিদা সম্পন্ন পরিবারকে অন্তর্ভুক্ত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
এছাড়াও নিলাখিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হামিদুর রহমান ফর্সা ও ইউপি সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করার দাবি জানান।