ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ইসলামপুরে ২৭ জন মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ জুলাই, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯০ বার


ইসলামপুরে ২৭ জন মেধাবী শিক্ষার্থীদের সন্মাননা প্রদান

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সিটিটিউশনস স্কিম, এসইডিপি উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়েছে।

 

জেলা শিক্ষা অফিস ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (২৪জুলাই) উপজেলা পরিষদ মিনি অডিটোরিয়ামে আলোচনা সভা শেষে এসএসসি ও এইচএসসি ২০২২/২৩ বর্ষের সর্বোচ্চ নাম্বার প্রাপ্তদের মাঝে এই সন্মাননা প্রদান করা হয়।

 

জেলা শিক্ষা অফিসার শামছুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তৌহিদুর রহমান। এ সময় সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা এস.এম মোজাম্মেল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম মোস্তফা,একাডেমি সুপারভাইজার মামুনুর রশিদ, ইসলামপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামপুর প্রেসক্লাব সভাপতি মোরাদুজ্জামান, শিক্ষার্থী মনিরুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

 

পরে এসএসসি ও এইচএসসি পরিক্ষায় সর্বোচ্চ নাম্বার প্রাপ্ত ২৭ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

 


   আরও সংবাদ