ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জামালপুরে ১৯ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ জুলাই, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১১৪ বার


জামালপুরে ১৯ মামলার আসামী চিহ্নিত মাদক ব্যবসায়ী গ্রেফতার

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রকিনিধি।। জামালপুরের সরিষাবাড়ীতে ১৯টি মামলার আসামি ও চিহ্নিত মাদক ব্যবসায়ী শিপন মিয়াকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২৮ জুলাই) দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

আটককৃত শিপন মিয়া পৌরসভার সাতপোয়া মধ্যপাড়ার মৃত ইদ্রিস আলীর ছেলে। তার কাছ থেকে পুলিশ ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করেছে, যার বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।

 

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান জানান, "শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টি মামলা রয়েছে। কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ দুপুরে তাকে আটক করে জেল হাজতে প্রেরন করা হয়। 

 

শিপনের গ্রেফতারে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

 


   আরও সংবাদ