ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২ অগাস্ট, ২০২৫ ০৯:৪০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৬৬ বার
ইসমাইল হোসেন (পোরশা) নওগাঁ প্রতিনিধিঃ ৫ আগস্ট বিজয় দিবস উদযাপন সফল করতে গাঙ্গুরিয়া ইউনিয়ন বিএনপি এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
আজ শুক্রবার বিকালে বিএনপি গাংগুরিয়া ইউনিয়ন দলীয় অফিসে লোকমান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা কমিটি সদস্য ফেরদৌস আহমেদ ও আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মজিবর রহমান ও সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি হাসান আলী।
বিজয় দিবস ও ৫ আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে একটি মাইলফলক। দেশের জনগণ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে অত্যাচারী শেখ হাসিনা সরকারের দীর্ঘ অপশাসনামলে। আর দল হিসেবে সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে বিএনপি নেতা কর্মীরা তারা বাড়িতে শান্তিতে ঘুমাতে পারেনি।
এই ফ্যাসিবাদ সরকারের পতনের দেশের মানুষ সে দিনকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যায়িত করেছেন।
এ লক্ষ্যে ৫ আগস্ট রোজ মঙ্গলবার উপজেলা চত্বরে সাবেক সংসদ সদস্য ডাক্তার সালেক চৌধুরীর নেতৃত্বে বিজয় সভা ও র্যালি অনুষ্ঠিত হবে এতে আমরা গাঙ্গুরিয়া ইউনিয়নের সকল নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব নেতৃবৃন্দের নির্দেশ মেনে চলব দিনটির অনুষ্ঠানকে সফল করব এ আশা ব্যক্ত করেন বক্তারা।
সভায় আরো উপস্থিত ছিলেন আসগর আলী, ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, মতিউর রহমান, মাহিদুর রহমান, আনিছুর রহমান, আশরাফুল ইসলাম, আব্দুর রহমান আব্দুস সাত্তার, আব্দুল আজিজ, মোদাচ্ছের রহমান, ওবায়দুল হোসেন, হবিবর রহমান, ফইমদ্দিন, রেজোয়ান, ইউসুফ আলী ও আনারুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী প্রমূখ আরও উল্লেখ থাকে যে, র্যালি শেষে শহীদ শিক্ষার্থীদের রুহ মাগফেরাত কামনা করে এক কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।