ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টাইফয়েড ক্যাম্পেইন উদযাপন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২৫ ১২:১২ অপরাহ্ন | দেখা হয়েছে ১০১ বার


টাইফয়েড ক্যাম্পেইন উদযাপন

পোরশা নওগাঁ প্রতিনিধিঃ
টাইফয়েড ক্যাম্পেইন ২০২৫ উদযাপন উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এক শিক্ষক অরিয়েন্টেশনের আয়োজন করা হয়।
আজ বেলা ১০ টায় পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজির আহমেদ সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদাউস।
সারাদেশের ন্যায় আগামী১১ অক্টোবর ২০২৫ ইং তারিখে টিকাদান কর্মসূচি শুরু হবে ,৫ থেকে ১৬ বছরের শিশুদের এই টিকা সরকারিভাবে বিনামূল্যে প্রদান করা হবে। শতভাগ নিশ্চিত করতে এবার মাধ্যমিক পর্যায়ের স্কুল মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। কোন শিশু যেন বাদ না পরে এ বিষয়ে অনুষ্ঠানের শিক্ষকদের প্রতি সজাগ দৃষ্টি রাখার অনুরোধ রাখেন প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উক্ত সভায় উপজেলা মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় মাদ্রাসা শিক্ষকবৃন্দ উপজেলা ও স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা কর্মচারী সাংবাদিক উপস্থিত ছিলেন।
 


   আরও সংবাদ