ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জুয়া খেলার সময় বিএনপি-আ.লীগ ৯ জন আটক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২৫ ১২:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ১২০ বার


 জুয়া খেলার সময় বিএনপি-আ.লীগ ৯ জন আটক

পাবনা প্রতিনিধি:

পাবনার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের শ্রীকোল বাজারে আরএফএল শোরুমে জুয়া খেলার সময় ৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে রাজনৈতিক পরিচয় বহনকারী একাধিক ব্যক্তি রয়েছেন। তাদের মধ্যে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আব্দুর রউফ এবং শ্রীকোল ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর পাভেল অন্যতম।

 

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেল নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শোরুমের ভেতরে চলছিল জুয়ার আসর, যেখানে নগদ অর্থ ও খেলার সরঞ্জামসহ হাতেনাতে ধরা পড়ে অভিযুক্তরা।

 

আটককৃতদের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ—উভয় দলের নেতাকর্মী রয়েছেন। আব্দুর রউফ এক সময় বিএনপির রাজনীতিতে কামরুল হাসান মিন্টুর সঙ্গে সক্রিয় ছিলেন। মিন্টু পরবর্তীতে আওয়ামী লীগে যোগ দিলেও রউফ বিএনপিতেই থেকে যান।

 

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে দীর্ঘদিন ধরেই তারা এলাকায় নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তবে এবারে এলাকাবাসী কঠোর অবস্থানে রয়েছে। তারা দাবি জানিয়েছেন, কোনোভাবেই যেন জুয়াড়িদের ছাড় দেওয়া না হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়।

 

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটককৃতদের এখনো থানায় আনা হয়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”

 

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, থানায় ‘রফাদফা’র মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা হতে পারে। তবে স্থানীয়দের স্পষ্ট বক্তব্য, “অপরাধী যেই হোক, জুয়া খেলার মতো অপরাধের জন্য কাউকে ছাড় দেওয়া যাবে না।”

 


   আরও সংবাদ