ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৫ ১০:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭২ বার
লিয়াকত হোসাইন লায়ন, জামালপুর প্রতিনিধি।।
জামালপুরের ইসলামপুরে দূর্জয় সাব্বির নামে ডিবি পুলিশ পরিচয়দানকারী এক প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
রোববার (২৪ আগষ্ট) রাতে উপজেলার গোয়ালেরচর চৌরাস্তার মোড়ে ডিবি পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করার সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আ স ম আতিকুর রহমান জানান,দূর্জয় সাব্বির গোয়ালের চর ইউনিয়নের মোহাম্মদপুর বালুচর এলাকার জয়নাল আবেদীনের ছেলে। সে নর্দান ইউনিভার্সিটিতে কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং ২৩ -২৬ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষের ছাত্র। সে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে গোয়ালেরচর চৌরাস্তায় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে চাঁদা নেওয়ার সময় স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।