ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ফজলুকে দিলো আরও ২৪ ঘণ্টা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৫ ১০:১৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৮ বার


ফজলুকে দিলো আরও ২৪ ঘণ্টা

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শো-কজের জবাব দেওয়ার জন্য আরও ২৪ ঘণ্টা সময় বাড়ানো হয়েছে। সোমবার (২৫ আগস্ট) তার আবেদনের পর দলের পক্ষ থেকে সময় বাড়ানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

 

দলীয় সূত্র জানায়, ফজলুর রহমান প্রথমে সাতদিন সময় চেয়েছিলেন। তবে বিএনপি তাকে অতিরিক্ত সাতদিন নয়, মাত্র ২৪ ঘণ্টার সময় দিয়েছে।

এর আগে রোববার (২৪ আগস্ট) বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে ফজলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন ইস্যুতে তার বিতর্কিত বক্তব্যের কারণেই এ নোটিশ পাঠানো হয়।

নোটিশে তাকে জানানো হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে কারণ দর্শিয়ে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জমা দিতে হবে। সেই অনুযায়ী সোমবারই জবাব দেওয়ার শেষ সময় ছিল। তবে সময় বাড়ানোর আবেদনের প্রেক্ষিতে এখন তিনি আরও একদিন সুযোগ পাচ্ছেন।


   আরও সংবাদ