ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৬ অগাস্ট, ২০২৫ ১৩:১৫ অপরাহ্ন | দেখা হয়েছে ২০৬ বার
বকেয়া বেতনের দাবিতে রাজধানীর বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক অবরোধ করে রেখেছেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে সড়কে অবস্থান নেন শ্রমিকরা।
এতে বনানী চেয়ারম্যান বাড়ি সড়কে আউট গোয়িং যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।