ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৫ ১০:১০ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৭ বার


 বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

 সাপাহার(নওগাঁ)প্রতিনিধিঃ বাংলাদেশ  জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে সাপাহারে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগষ্ট) বিকেল সাড়ে চারটায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলো চত্বরে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মীসভা অনুষ্ঠিত  হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) বলেন, “দেশ আজ কঠিন সময় অতিক্রম করছে। গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

 

সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী বলেন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের আন্দোলন-সংগ্রামের প্রেরণা জোগায়। এ দিনকে ঘিরে সকল নেতাকর্মীকে সংগঠিত হতে হবে।

 

এছাড়াও সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রবিউল ইসলাম (রবি), সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বাবলুর রহমান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোত্তালেব মাষ্টার দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।

 

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত, সদস্য সচিব হাসান আলীসহ সাপাহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

 


   আরও সংবাদ