ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

কলেজে অধ্যক্ষ নিয়োগ অনিয়মের অভিযোগে

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১২ জানুয়ারী, ২০২৬ ০৯:১২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৮ বার


কলেজে অধ্যক্ষ নিয়োগ অনিয়মের অভিযোগে

পাবনা প্রতিনিধিঃ

পাবনার টেবুনিয়ায় অবস্থিত সামছুল হুদা ডিগ্রি (অনার্স) কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে।

 

জানা গেছে, গত ৩১ ডিসেম্বর কলেজের অধ্যক্ষ মোঃ এনামুল হক চৌধুরী অবসর গ্রহণ করেন। অধ্যক্ষের দায়িত্ব শেষ হওয়ায় ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত এক সভার রেজুলেশনের মাধ্যমে আগামী ১ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত সহকারী অধ্যাপক মোঃ তারিকুল ইসলামকে ১০ দিনের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

 

তবে অভিযোগ উঠেছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে দায়িত্ব না দিয়ে একজন তুলনামূলকভাবে জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে, যা মন্ত্রণালয়ের বিধিমালার পরিপন্থী। পাশাপাশি নির্ধারিত ১০ দিনের মেয়াদ শেষ হওয়ার পরও ১১ জানুয়ারি তিনি দায়িত্ব পালন করায় শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

 

এ বিষয়ে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ দুলাল হোসেন বলেন, “অধ্যক্ষ অবসরের সময় মন্ত্রণালয়ের নিয়ম উপেক্ষা করে একজন জুনিয়র শিক্ষককে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে। এতে জ্যেষ্ঠ শিক্ষকদের চরমভাবে অসম্মান করা হয়েছে।” তিনি আরও বলেন, এই সিদ্ধান্তকে কেন্দ্র করে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

 

অন্যান্য শিক্ষক-শিক্ষিকারা জানান, নিয়োগ সংক্রান্ত এ সিদ্ধান্ত শুধু শিক্ষক সমাজ নয়, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দ্রুত বিষয়টির সুষ্ঠু সমাধান না হলে কলেজের শিক্ষার পরিবেশ ও সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম বলেন, “৩০ ডিসেম্বর ১০ দিনের জন্য যে রেজুলেশন করা হয়েছিল, সেটি বাতিল করে ওই দিনই নতুন করে ছয় মাস মেয়াদে আমাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়ার রেজুলেশন করা হয়েছে।”

 

অন্যদিকে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম খান বলেন,“সকল নিয়মকানুন মেনেই ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করা হয়েছে। এখানে কোনো ধরনের অনিয়ম হয়নি।”

 

 


   আরও সংবাদ