ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ ‘অবৈধ’

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ৩০ অগাস্ট, ২০২৫ ১০:১৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৪ বার


ট্রাম্পের অধিকাংশ শুল্কারোপ ‘অবৈধ’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধিকাংশ শুল্ক আরোপকে ‘অবৈধ’ ঘোষণা করেছেন দেশটির ফেডারেল আপিল আদালত।  

শনিবার (৩০ আগস্ট) ঘোষিত এক রায়ে আদালত বলেছেন, ‘শুল্ক আরোপের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট (আইইইপিএ) আইনের অপব্যবহার করেছেন।

 

রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দেন আদালত।  এ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ডোনাল্ড ট্রাম্প। ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন।

আজ রায়ে আদালত বলেছেন, ১৪ অক্টোবরের পর এ রায় কার্যকর হবে।

শনিবার রায় ঘোষণার শুনানিতে অংশ নেন ফেডারেল আদালতের ১১ বিচারক। তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্কনীতিকে ‘অবৈধ’ ঘোষণা করেন।


   আরও সংবাদ