ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৫ ১৩:০০ অপরাহ্ন | দেখা হয়েছে ১১২ বার


 মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

মোঃ নুরুন্নবী, পাবনা প্রতিনিধি:

এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা-২০২৫-এ বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (A+) প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করেছে দেশের অন্যতম মেডিকেল ভর্তি সহায়ক প্রতিষ্ঠান রেটিনা কোচিং সেন্টার, পাবনা শাখা। একইসঙ্গে শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও উচ্চশিক্ষা বিষয়ে দিকনির্দেশনা দিতে আয়োজন করা হয় ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম।

 

শনিবার (৩০ আগস্ট) দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে অনুষ্ঠিত এ আয়োজনে পাবনা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক কৃতী শিক্ষার্থী অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন তাদের শিক্ষক, অভিভাবক ও রেটিনা কোচিংয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। মিলনায়তনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

 

অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে, করেন হাফেজ আব্দুস সবুর। এরপর ইসলামি সংগীত পরিবেশন করেন ‘অনির্বাণ শিল্পী গোষ্ঠী’।

আয়োজনের উদ্বোধনী বক্তব্য দেন রেটিনা পাবনা শাখার পরিচালক রবিউল ইসলাম।

সহকারী পরিচালক আরিফুল ইসলাম সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেটিনা পাবনা শাখার অ্যাডমিন সাকিব হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেটিনা পাবনা শাখার প্রধান উপদেষ্টা কামাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সরকারি এডওয়ার্ড কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর মোজাম্মেল হক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আসাদুল্লাহ আল গালিব, ঢাকা মেডিকেল কলেজের ছাত্র ও রেটিনার সাবেক শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহমুদ, রাজশাহী মেডিকেল কলেজের আলফাজ উদ্দিন এবং পাবনা মেডিকেল কলেজের মেসবাহুল করিম।

 

প্রধান অতিথি কামাল উদ্দিন বলেন,“আজকের A+ পাওয়া শিক্ষার্থীরা আগামী দিনের আলোকবর্তিকা। তারা যেন কেবল ভালো ছাত্র হয়েই না থেমে যায়, বরং আদর্শ নাগরিক হয়ে দেশ ও জাতির উন্নয়নে ভূমিকা রাখে—এটাই আমাদের প্রত্যাশা। সততা ও নিষ্ঠার সাথে এগিয়ে যাওয়ার জন্য দরজা সবসময় খোলা রয়েছে।”

 

অন্যান্য অতিথিরা বলেন,“এই সংবর্ধনা অনুষ্ঠান সমাজে এক উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীরা যেন ফলাফলের পাশাপাশি নৈতিকতাতেও শ্রেষ্ঠ হয়ে ওঠে। শুধু ভালো ফল নয়, ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে জরুরি।”

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের অনুভূতি প্রকাশ করে এবং অভিভাবকরাও সন্তানের সাফল্য ও রেটিনা কোচিংয়ের অবদান নিয়ে মতবিনিময় করেন।

সাকিব হোসেন রেটিনার বিভিন্ন কোর্স, পড়াশোনার কৌশল ও ভবিষ্যৎ ক্যারিয়ার প্ল্যানিং সম্পর্কে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন, যা উপস্থিত সবার মধ্যে উৎসাহ জাগায়।

 

আয়োজনের শেষে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এ সংবর্ধনা শিক্ষার্থীদের মাঝে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা সঞ্চারে বিশেষ ভূমিকা রাখে।

 

রেটিনা পাবনা শাখার এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে ইতিবাচক চেতনা জাগিয়ে তোলে এবং ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা সকলের।

 


   আরও সংবাদ