ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অগাস্ট, ২০২৫ ১৬:৪৭ অপরাহ্ন | দেখা হয়েছে ৯১ বার


নুরকে বিদেশে নিয়ে চিকিৎসার দাবি

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর দাবি জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান। রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

 

রাশেদ খান বলেন, ঘটনার সঙ্গে জড়িত সেনাবাহিনীর কতিপয় সদস্যদের বিচার করতে হবে। এ ইস্যুতে নির্বাচন বানচাল করার কোনো সুযোগ নেই।

তিনি আরও জানান, সকালে মহামান্য রাষ্ট্রপতি ভিপি নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে সরকারের পক্ষ থেকে নুরকে বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। ভিপি নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি এই হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন এবং হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে আহত নুরের স্ত্রী মারিয়া আক্তার বলেন, নুর এখনো আশঙ্কামুক্ত নন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে তিনি স্বামীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।


   আরও সংবাদ