ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৮৩ বার


গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওয়ার্ল্ড ভিশনের  মতবিনিময় সভা

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা করা হয়েছে। 

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর বারোটার সময় ধামইরহাট এপি ওয়ার্ল্ড ভিশনের হলরুমে এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদার সভাপতিত্বে মত বিনিময় সভাটি করা হয়।

 

মতবিনিময় সভায় গণমাধ্যম কর্মীরা বলেন, ‘ওয়ার্ল্ড ভিশন মানুষের সেবায় সমাজের প্রতিটি সেক্টরে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। এতে করে উপকৃত হচ্ছেন এলাকাবাসীরা।

 

তারা এও বলেন, ‘শিশুদের সুস্থ বিনোদন ও মেধা বিকাশের জন্য হাটখোলা থেকে আলতাদিঘী জাতীয় উদ্যান পর্যন্ত খুকশী খাড়ি খননের মধ্য দিয়ে প্রাকৃতিক শোভা বর্ধন ও শিশু পার্কের প্রয়োজনীয়তার বিষয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মপরিকল্পনা ও সহযোগিতা কামনা করা হয়।’ 

 

উপজেলা শাখা ওয়ার্ল্ড ভিশন জানায়, বাল্যবিবাহ মুক্ত উপজেলা গঠন ও শিশুদের নিরাপত্তা নিয়ে চাইল্ড ফোরাম, শিশু ফোরাম নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়াও উপজেলায় ১৮ হাজার গাছ রোপনসহ প্রান্তিক কৃষকদের নিয়ে উঠান বৈঠক এবং শিক্ষার্থীদের স্কুল গামী করাসহ সমাজে নানান ঘাত প্রতিঘাত পাড়ি দিয়ে জীবন যুদ্ধে জয়ী চারজন জয়ীতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন কর্ম পরিকল্পনা চলমান রয়েছে। 

 

এপি ওয়ার্ল্ড ভিশনের ম্যানেজার মানুয়েল হাসদা বলেন, ‘সমাজে বেকার এবং সম্ভাবনাময় ১৮ জন যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ, ৩২ জনকে মাসরুম চাষ, ৩২৩ জনকে ১৮ হাজার টাকা দিয়ে ব্যাবসয়া প্রতিষ্ঠান তৈরি করে দেওয়া হয়েছে।’

 

এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র প্রোগ্রাম কর্মকর্তা নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, ডেভিড সাংমা, ডেনিশ তপ্ন, জুনিয়র প্রোগ্রম কর্মকর্তা শারমিন আক্তার সুরভী, রোজালিন মিতু কোড়াইয়াসহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা। 

 


   আরও সংবাদ