ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭২ বার
জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার সীমান্ত এলাকায় কিছু দিন আগে, কিছু গ্রামে এক রাতে বেশ কিছু বাড়িতে চুরির ঘটনা ঘটে এতে অনেক মালামাল স্বর্ণ অলংকার সহ কিছু টাকা-পয়সা চুরি হয়ে যায়, এই চুরি রোধে সীমান্ত এলাকার গ্রামগুলোতে গ্রামের জনগণ নৈশকালীন পাহারার ব্যবস্থা করেন, তার ধারাবাহিকতায় ধরঞ্জি গ্রামের ইউনিয়ন বিএনপি'র সভাপতি মোঃ মাসুদুর রহমানের বাড়ির সামনে, প্রধান অতিথি হিসেবে পাঁচবিবি থানার নবাগত ওসি মোঃ নিয়ামুল হক অফিসার ইনচার্জ, আইনশৃঙ্খলা রক্ষার্থে এবং মাদকের কুফল থেকে যুব সমাজকে রক্ষার স্বার্থে নৈশ পাহারায় নিয়োজিত ব্যক্তিদের সাথে এক মত বিনিময়ের আয়োজন করা হয়। উক্ত আলোচনায় প্রধান অতিথি সরকারি নির্দেশনা মোতাবেক গ্রামবাসী যুবসমাজ এবং নৈশ প্রহরীদেরকে সব ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং আইনশৃঙ্খলা রক্ষায় যে কোনো অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে থানায় তথ্য প্রদানের জন্য অনুরোধ করেন।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়ন বিএনপি'র সম্মানিত সভাপতি মোঃ মাসুদুর রহমান।
সঞ্চালন করেন মোহাম্মদ ডাবলু,
তাছাড়াও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ধরন্জী কুতুবিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ শামসুল আলম ও হাসমত উল্লাহ।