ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

টেকনাফে যৌথ অভিযান চলমান

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১০:০৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯৫ বার


টেকনাফে যৌথ অভিযান চলমান

অবৈধভাবে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জড়ো করা নারী, পুরুষ ও শিশুসহ ৭০ জনকে উদ্ধার করেছে যৌথবাহিনী। কক্সবাজার জেলার টেকনাফ থানার সদর ইউনিয়নের রাজারছড়া এলাকায় গহীন পাহাড়ে চিরুনি অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়।

 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে র্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ দিন ভোরে অভিযানটি পরিচালনা করা হয়, যা এখনো চলমান রয়েছে।

অভিযানে নদীপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য প্রস্তুত রাখা আনুমানিক ৭০ জন ভিকটিমকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নারী ও শিশু রয়েছে, যাদের বিভিন্ন প্রলোভনে পাচারের চেষ্টা চলছিল বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়াও অভিযানে ২টি দেশি একনলা বন্দুক, ১টি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড অ্যামুনেশন জব্দ করা হয়েছে। পাশাপাশি পাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

র্যাব-বিজিবির এ যৌথ অভিযান এখনো চলমান রয়েছে। পুরো এলাকা ঘিরে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


   আরও সংবাদ