ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৮ বার
সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতনীদের পাশে থাকার অঙ্গীকার করেছে সাপাহার উপজেলা বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে চারটায় সাপাহার জেলা পরিষদ ডাকবাংলোয় উপজেলা বিএনপির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন রিফাত ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুর রহিম, সিনিয়র সহ-সভাপতি, উপজেলা বিএনপি, মোঃ আব্দুল্লাহ আনছারী সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি, মোঃ শফিকুল ইসলাম সাংগঠনিক সম্পাদক-২ উপজেলা বিএনপি। এছাড়াও সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক , মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম মাস্টার, সহ-সভাপতি মোহাম্মদ তরিকুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, পাতাড়ি ইউনিয়ন), দপ্তর সম্পাদক রবিউল ইসলাম রবি, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আক্কাস আলী, সদস্য সচিব হাসান আলী, কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ওয়ালিউল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। বাংলাদেশে দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে নিজ নিজ উৎসব পালন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম হবে না।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ইউনিয়ন, ওয়ার্ড ও থানা পর্যায়ে দলের স্বেচ্ছাসেবকরা স্থানীয় পূজা উদযাপন পরিষদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে। নির্বিঘ্নে পূজা সম্পন্ন করতে মনিটরিং টিমও গঠন করা হবে। একইসঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ নির্বাচনে ছাত্রদলের পক্ষে সাপাহারের ছাত্রছাত্রীদের ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।
সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম চৌধুরী বেনু তার বক্তব্যে বলেন, “সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নানা ষড়যন্ত্র চলছে। সরকার ও অপশক্তি সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। সবাইকে সতর্ক থাকতে হবে। কোনোভাবেই অপশক্তিকে সুযোগ দেওয়া হবে না। বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর।”
সভায় উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।