স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:১৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৯২ বার
প্রায় ৭৫ বছর পর মাদ্রিদ ডার্বিতে রিয়াল মাদ্রিদের জালে পাঁচ গোল দিল আতলেতিকো মাদ্রিদ।
লা লিগার উত্তাল এ ম্যাচে একবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৫–২ ব্যবধানে জয় তুলে নিয়েছে দিয়েগো সিমিওনের দল।
এর আগে সর্বশেষ ১৯৫০ সালের নভেম্বরে রিয়ালের বিপক্ষে ৬–৩ গোলের জয় পেয়েছিল তারা।
এই হারে মৌসুমের প্রথম পরাজয় দেখল রিয়াল মাদ্রিদ। লা লিগায় টানা ছয় ম্যাচে জয় এবং চ্যাম্পিয়নস লিগে মার্শেইর বিপক্ষে জয়ের পরই এ হোঁচট খেল কার্লো আনচেলত্তির দল। লা লিগায় রিয়ালের সর্বশেষ এত গোল হজম করার ঘটনা ঘটেছিল ২০১৮ সালে, বার্সেলোনার কাছে ৫–১ গোলের হারের দিনে।
ম্যাচের শুরুতে আতলেতিকো এগিয়ে যায় রবিন লে নরমঁর হেডে, থিবো কুর্তোয়ার হাত ফসকে বল জালে জড়িয়ে যায়। তবে কিলিয়ান এমবাপে আর আর্দা গুলের দারুণ দুই গোল রিয়ালকে এগিয়ে দেয় ২–১ এ। ঠিক প্রথমার্ধের যোগ করা সময়ে আলেকসান্দের সরলোতের হেডে সমতায় ফেরে আতলেতিকো (২–২)।
দ্বিতীয়ার্ধের শুরুতেই মোড় ঘুরে যায় ম্যাচের। কর্নার কিক প্রতিহত করতে গিয়ে নিকো গনসালেসের মাথায় বুট লাগান আর্দা গুলের—সেখান থেকে পেনাল্টি পায় আতলেতিকো। সেটি ঠাণ্ডা মাথায় জালে পাঠান হুলিয়ান আলভারেস। কিছুক্ষণ পরই তার দুর্দান্ত ফ্রি–কিকে ব্যবধান হয় ৪–২।
রিয়াল তখন একের পর এক পরিবর্তন আনলেও তেমন হুমকি তৈরি করতে পারেনি। উল্টো যোগ করা সময়ে আলেক্স বাইয়েনার পাস থেকে দারুণ একক প্রচেষ্টায় গোল করেন আতোয়াঁ গ্রিজমান। এতে ৫–২ ব্যবধানে রিয়ালকে উড়িয়ে দিয়ে ঐতিহাসিক জয় তুলে নেয় আতলেতিকো।
এই জয়ে সিমিওনের দল লা লিগায় রিয়ালের বিপক্ষে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকল। অপরদিকে, রিয়াল যদিও হেরেছে, তারা দুই পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষেই আছে। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনা একদিন পর রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে। আতলেতিকো এ জয়ের পর পয়েন্ট টেবিলে উঠে এসেছে চতুর্থ স্থানে।
এখন দুই দলের নজর চ্যাম্পিয়নস লিগে—১ অক্টোবর আতলেতিকো খেলবে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে, আর রিয়াল মাদ্রিদ যাবে কাজাখস্তানের কায়রাত আলমাতির মাঠে।