ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সফল ভাবে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৭ অক্টোবর, ২০২৫ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৫ বার


 সফল ভাবে বিশ্ব শিক্ষক দিবস-২০২৫ পালিত

ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি 

 

নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রসাশন ও উপজেলা শিক্ষা পরিবারের  আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালন  করা হয়েছে। বিশ্ব শিক্ষক দিবসে এবারের প্রতিপাদ্য ছিল "শিক্ষকতা পেশা : মিলিত প্রচেষ্টার দীপ্তি "।

 

রবিবার (৫ অক্টোবর ) সকাল ১১টায়  উপজেলা মহোদয়ের সভাকক্ষে   ধামইরহাট  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো,আব্দুল্লাহ আল মামুন  এর সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান    বিশ্ব শিক্ষক দিবসের র‍্যালি  এর  উদ্বোধন করেন।

 

র‍্যালি উত্তর উপজেলা নির্বাহী মহোদয়ের সভাকক্ষে উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার এর সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার প্রথমে বিশ্ব শিক্ষক দিবসের উপর সংক্ষিত তথ্য উপস্হাপন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মহোদয়, তিনি বলেন ১৯৬২ সালে ড.সর্বপল্লী রাধাকৃষ্ণণ ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন। জানা যায়,প্রাক্তন এ রাষ্ট্রপতি জন্মদিন পালন করতে চেয়েছিলেন তাঁর বন্ধু-বান্ধব এবং কয়েকজন ছাত্র। জন্মদিনের কথা শুনে তিনি বলেন,আলাদা ভাবে তাঁর জন্মদিন পালন না করে দেশের সমস্ত শিক্ষকদের জন্য যদি পালন করা হয়- তাহলে তিনি গর্ববোধ করবেন। রাধাকৃষ্ণণ-এর এ কথাকে সম্মান দেয়ার জন্যই তাই ১৯৬২ সালের ৫ সেপ্টেম্বর থেকে প্রতি বছর পালন করা হয় শিক্ষক দিবস। ভারতবর্ষে ৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হলেও জার্মানি, ইংল্যান্ড, রাশিয়া, রোমানিয়া, সার্বিয়ার মতো বেশ কয়েকটি দেশে শিক্ষক দিবস পালন করা হয় ৫ অক্টোবর। ২৮ ফেব্রুয়ারি লিবিয়া,মরক্কো আলজেরিয়া এবং সংযুক্ত আরব আমির শাহীর মতো দেশগুলিতে শিক্ষক দিবস পালন করা হয়। এছাড়া বিশ্বের ১০০টির বেশি দেশে শিক্ষক দিবস পালন করা হয় আলাদা আলাদা দিনে। পরবর্তীকাল ১৯৯৪ সাল থেকে ৫ অক্টোবর সারা বিশ্বব্যাপী শিক্ষক দিবস পালন করা শুরু করে ইউনেস্কো।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী মহোদয় বলেন আমাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও যারা আমাদের বিভিন্ন শিক্ষা দিয়ে থাকে তারাও আমাদের শিক্ষক। তাই আমরা সকল শিক্ষকদের সর্বদা সম্মান করবো।

আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন 

মাহমুদা আক্তার, সহ শিক্ষক, ধামইরহাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো, সুলতান আহম্মেদ, প্রভাষক,( কৃষি ,), ধামইরহাট সরকারি মফিজ উদ্দিন  মেমোরিয়াল ডিগ্রি কলেজ,মো,আব্দুর রহমান, প্রধান শিক্ষক, ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়।জন

মো,আব্দুস ছোবহান,অধ্যক্ষ,সেননগর আলিম মাদ্রাসা। 

 

এসময় উপস্থিত ছিলেন মো,আব্দুল বারী মন্ডল( পলাশ),প্রধান শিক্ষক, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়,মো,খেলুন সরকার, প্রধান শিক্ষক, জগতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো,লুৎফর রহমান, ভেড়ম উচ্চ বিদ্যালয়,মো, হারুন অর রশিদ, প্রধান শিক্ষক, কুলফৎপুর উচ্চ বিদ্যালয়, মোছা, কাজল রেখা,পধান শিক্ষক,কাজিপাড়া উচ্চ বিদ্যালয় সহ ধামইরহাট উপজেলার মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ সহকারী শিক্ষক প্রমুখ। 

 


   আরও সংবাদ