ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বন্ধ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৮ অক্টোবর, ২০২৫ ১৫:১০ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৬ বার


 বন্ধ চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়ক

চট্টগ্রাম: সড়ক দুর্ঘটনায় হেফাজতে ইসলামের এক নেতার মৃত্যুর ঘটনায় হাটহাজারীতে সড়ক অবরোধ করেছেন নেতাকর্মীরা।

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে হাটহাজারী মাদ্রাসার সামনে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করেন তারা।

 

জানা গেছে, মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকেলে রাউজানের গহিরা এলাকায় গাড়িচাপায় মৃত্যু হয় হেফাজত ইসলামের নির্বাহী কমিটির সদস্য সোহেল চৌধুরীর। এর প্রতিবাদে বুধবার সকাল থেকে অবরোধের সমর্থনে হাটহাজারী এলাকায় অবস্থান নেয় হেফাজতের কর্মীরা।

 

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, সড়ক দুর্ঘটনায় হেফাজতে এক নেতার মৃত্যুর ঘটনায় মাদ্রাসার ছাত্ররা সড়ক অবরোধ করেছে। যান চলাচল বন্ধ রয়েছে। হেফাজতের স্থানীয় নেতা এবং পরিবহন নেতাদের নিয়ে মিটিংয়ে বসেছি। আশা করছি, সমস্যার সমাধান হবে।  

এদিকে অবরোধের কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন মানুষ। হঠাৎ করে অবরোধ কর্মসূচি পালন করায় লোকজনকে পায়ে হেঁটে গন্তব্য যেতে হচ্ছে।


   আরও সংবাদ