ঢাকা, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ অক্টোবর, ২০২৫ ০৯:৩৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১০০ বার


বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি: জামালপুরের বকশীগঞ্জে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে শহিদুল্লাহ শেখ (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। 
মঙ্গলবার (৭ অক্টোবর)  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 
শহিদুল্লাহ শেখ সাধুরপাড়া ইউনিয়নের আচ্চাকান্দি গ্রামের চাঁন আলীর ছেলে। 
আচ্চাকান্দি গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি সদস্য গাজী মো. সহিজল জানান, সোমবার বিকালে তার বাড়ির পাশে একটি আম গাছের ডাল কাটার জন্য গাছে উঠে শহিদুল্লাহ শেখ। এ সময় পা পিছলে গাছ থেকে মাটিতে পড়ে মারাত্মক আহত হয় সে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাত ১০ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শহিদুল্লাহ। এঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া  নেমে এসেছে। 
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


   আরও সংবাদ