ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অঘোষিত অধিনায়ক হামজা চৌধুরী

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৩ অক্টোবর, ২০২৫ ১০:০৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৮ বার


অঘোষিত অধিনায়ক হামজা চৌধুরী

বাংলাদেশ ফুটবলের নতুন পোস্টার বয় এখন হামজা চৌধুরী। তাকে ঘিরেই দেশের ফুটবলপ্রেমীরা নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।

 

অন্যদিকে দলের নিয়মিত অধিনায়ক জামাল ভূঁইয়া ক্রমেই হারাচ্ছেন একাদশে নিজের জায়গা। কোচ হাভিয়ের কাবরেরার চোখে হামজা এখন শুধু দলের অন্যতম ভরসাই নন, তিনি এক নেতৃত্বের প্রতীক। মাঠে পারফরম্যান্সের পাশাপাশি সতীর্থদের অনুপ্রাণিত করাতেও তিনি দারুণ কার্যকর বলে মনে করেন কোচ।

 

হংকংয়ের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে লেস্টার সিটির এই মিডফিল্ডার মাত্র ১৩ মিনিটেই গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন। ম্যাচে একসময় ১-৩ গোলে পিছিয়ে পড়েও ৩-৩ সমতায় ফিরেছিল বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তে হংকংয়ের গোলে পরাজয় বরণ করতে হয়, তবু হামজার লড়াকু মানসিকতা ছুঁয়ে গেছে ফুটবলপ্রেমীদের হৃদয়।

কোচ কাবরেরা বলেন, “হামজা শুরু থেকেই দলের নেতা। শুধু মাঠে নয়, মাঠের বাইরেও সে অন্যদের অনুপ্রেরণা দেয়। তার মধ্যে নেতৃত্ব দেওয়ার সব গুণই রয়েছে। ”

দলের মধ্যে হামজা ও সামিত সোম এখন নতুন ভরসার প্রতীক। এই দুই খেলোয়াড়ের আগমনের পর থেকে বাংলাদেশ দলে এসেছে ইতিবাচক পরিবর্তন।

এই আত্মবিশ্বাস নিয়েই বাংলাদেশ দল এখন হংকংয়ে ফিরতি লেগের ম্যাচ খেলতে প্রস্তুত। যদিও এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা খুব বেশি নয়, তবুও হামজাদের উপস্থিতিতে দলে যে নতুন আশার আলো জ্বলেছে, তা নিয়েই আশাবাদী কোচ কাবরেরা।


   আরও সংবাদ