ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৪ অক্টোবর, ২০২৫ ০৯:২৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৫ বার


আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি।। সম্মিলিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ- এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

 

সোমবার (১৩ অক্টোবর) উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ আয়োজনে উপজেলা পরিষদ সামনে থেকে শোভাযাত্রা বের সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ চত্তরে শেষ হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা অগ্নিকান্ড বিষয়ক মহড়া প্রদান শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান, সহকারী কমিশনার ভূমি রেজোয়ান ইফতেকার,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর এ-শেফা,বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজহারুল ইসলাম, উপ সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

 


   আরও সংবাদ