বিশ্ব হাত ধােয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ:
১৭ অক্টোবর, ২০২৫ ১১:২৫ পূর্বাহ্ন
| দেখা হয়েছে ৫৭ বার
ছাইদুল ইসলাম, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাট উপজেলা প্রশাসনে ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) এবং ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি' র যৌথ সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১০ টায় উপজেলা প্রশাসন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের আয়োজনে ডাসকো ফাউন্ডেশন (থ্রাইভ প্রকল্প) ও ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি' র যৌথ সহযোগীতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা চত্তরে ধামইরহাট কেজি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড,আশীষ কুমার সরকার ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী মিলন কুমার শিক্ষার্থিদের উদ্দেশ্যে হাত ধোয়ার গুরুত্ব ও পদ্ধতি শিখিয়ে দেন এবং ছাত্র ছাত্রীদের দিয়ে হাত ধোয়ার অনুশীলন করান।
উপজেলা চত্তর রেলি প্রদক্ষিণ ও হাত ধোয়া পদ্ধতি অনুশীলন শেষে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ সহকারি প্রকৌশলী মিলন কুমার এর সভাপতিত্তে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহি অফিসার হাত ধোয়ার উপর গুরুত্ব দিয়ে বক্তব্য প্রদান করেন।
আলোচনা সভায় আরো বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড, আশীষ কুমার সরকার,ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ইমাম জাফর, ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো,আব্দুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার,প্রাথমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মনছুর আলী, ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপির ম্যানেজার ম্যানুয়েল হাঁসদা, ডাস্কো ফাউন্ডেশন কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান গণ।
আরও সংবাদ