ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ধ্বংস করা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি কুলিং টাওয়ার

আন্তর্জাতিক ডেস্ক


প্রকাশ: ২৬ অক্টোবর, ২০২৫ ১৭:৩০ অপরাহ্ন | দেখা হয়েছে ৭১ বার


ধ্বংস করা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুটি কুলিং টাওয়ার

জার্মানিতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধের প্রায় চার বছর পর ধ্বংস করা হলো দুটি কুলিং টাওয়ার। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ নিয়ে দেশটির রাজনীতিতে বিরোধ থাকলেও টাওয়ারগুলো ধ্বংস দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয়রা। ১৯৮০ সালে নির্মিত এসব টাওয়ার বাসিন্দাদের কাছে শহরের একটি অংশ হয়ে উঠেছিল।

 

জার্মানির স্থানীয় সময় দুপুরে বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করা হয় দক্ষিণ জার্মানির বাভারিয়ার গুনডরেমিংগেন শহরের দুটি কুলিং টাওয়ার। ২০১১ সালে জাপানের ফুকুশিমা পারমাণবিক বিপর্যয়ের পর থেকে ধীরে ধীরে পারমাণবিক শক্তি থেকে সরে আসছিল জার্মানি। ২০২৩ সালে শেষ তিনটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রও বন্ধ হয়ে যায়।

 

স্থানীয় অনেকের জন্যই টাওয়ারগুলোর ধ্বংস হওয়ার মুহূর্তটি ছিলো আবেগঘন। ১৯৮০ সাল থেকেই এটি এ শহরের একটি অংশ ছিলো।

 

স্থানীয় এক মহিলা বলেন, ‘আমি শুধু প্রথম টাওয়ারটির ধসে পড়া দেখেছি; দ্বিতীয়টি একদমই দেখতে পারিনি, শুধু বিশাল ধোঁয়ার মেঘ দেখেছি। কিন্তু এটি আমার জন্য খুবই আবেগঘন মুহূর্ত। এটি ছিলো এক বিশাল স্থাপনা, আর এখন সেটি ইতিহাস।’


   আরও সংবাদ