ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫ ০৯:০২ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫০ বার


মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় মাকে নৃশংসভাবে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৮ অক্টোবর ২০২৫) রংপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।

 

মামলার নথি অনুযায়ী, দায়রা মামলা নং-১১৩৪/২০২৩ (সূত্র: জি.আর মামলা নং-৯২/২০২২ এবং কাউনিয়া থানার মামলা নং-১২, তারিখ ২৫ আগস্ট ২০২২)-এর আসামি মো. জামিল মিয়া ওরফে ভেলন (২২), পিতা মো. আব্দুর রাজ্জাক ওরফে লাল মিয়া, মাতা মৃতা জামিলা বেগম, সাং—সীট নাজিরদহ (ময়নুদ্দিটারী), থানা—কাউনিয়া, জেলা—রংপুর।

 

২০২২ সালের ১৯ আগস্ট রাতে পারিবারিক মনোমালিন্যের (বউ শাশুড়ির ঝগড়া) জেরে


জামিল মিয়া ঘুমন্ত অবস্থায় মায়ের মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার বিষয়টি গোপন রাখতে ঘরের মেঝে খুঁড়ে লাশ পুঁতে রাখেন। কয়েকদিন পর দুর্গন্ধ ছড়ালে প্রতিবেশীরা সন্দেহ করে ঘরে অনুসন্ধান শুরু করেন এবং মাটির নিচ থেকে মৃতদেহ উদ্ধার হয়।

 

এ ঘটনায় নিহতের ভাই ছামসুল হক বাদী হয়ে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।

 

রাষ্ট্রপক্ষের ১২ জন সাক্ষীর জবানবন্দি শেষে আদালত আসামি জামিল মিয়াকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

 

রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. আফতাব উদ্দিন এবং আসামিপক্ষে দায়িত্বে ছিলেন স্টেট ডিফেন্স আইনজীবী মো. শামীম আল মামুন।

 

রায়ের পর প্রতিক্রিয়ায় পিপি মো. আফতাব উদ্দিন বলেন,

 

> “একজন ছেলের হাতে মায়ের মৃত্যু মানবিকতার চূড়ান্ত অবক্ষয়। আদালত আজ দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে প্রমাণ করেছেন—অপরাধ করলে কেউই আইনের ঊর্ধ্বে নয়।”

 

 

 

অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মো. শামীম আল মামুন জানান,

 

> “এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।”

 

 

 

রংপুর জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মো. আমিরুল ইসলাম বলেন,

 

> “এটি অত্যন্ত চাঞ্চল্যকর একটি হত্যা মামলা ছিল। দ্রুততম সময়ে রায় ঘোষণায় জনমনে স্বস্তি ফিরেছে।”


   আরও সংবাদ