স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর, ২০২৫ ১৫:৪১ অপরাহ্ন | দেখা হয়েছে ৬৭ বার
হংকং সিক্সেস টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ থেকে ৯ নভেম্বর পর্যন্ত হংকংয়ের টিন কং রোড রিক্রিয়েশন গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের আসর।
দলের নেতৃত্বে থাকছেন উইকেটকিপার-ব্যাটসম্যান আকবর আলী। এখন পর্যন্ত এই টুর্নামেন্টে শিরোপার দেখা পায়নি বাংলাদেশ। তবে গত বছর (২০২৪) সেমিফাইনালে পৌঁছানোর পর এবার লক্ষ্য আরও এগিয়ে যাওয়া—ফাইনাল ও শিরোপা জয়।
দলে ফিরেছেন অভিজ্ঞ বোলিং অলরাউন্ডার আবু হায়দার রনি। ওপেনার জিশান আলম ধরে রেখেছেন নিজের জায়গা। এছাড়া স্কোয়াডে আছেন মোহাম্মদ সাইফুদ্দিন, মোসাদ্দেক হোসেন সৈকত, বাঁহাতি স্পিনার রকিবুল হাসান এবং পেস-বোলিং অলরাউন্ডার তোফায়েল আহমেদ রায়হান।