ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫ ১১:২৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬২ বার


 অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে কারাদন্ড

লিয়াকত হোসাইন লায়ন,জামালপুর প্রতিনিধি// জামালপুরের ইসলামপুর অবৈধ বালু উত্তোলনে দায়ে সানজামুল ইসলাম (১৯) নামক একজনকে সাতদিন বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় বালু উত্তোলনে পাইপ ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার (৩০) অক্টোবর ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজুয়ানুল ইফতেকার মোবাইল কোর্ট পরিচালিত করেন।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে,উপজেলা পলবান্ধা ইউনিয়নের বাহাদুরপুর পূর্বপাড়ায় ইসলামপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রেজুয়ানুল ইফতেকার আকস্মিক অভিযান পরিচালিত করেন।
এসময়  ব্রক্ষপুত্র নদে অবৈধ ভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারা অনুযায়ী ওই ব্যক্তিকে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
 


   আরও সংবাদ