ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

‘আমার সোনার বাংলা’ গাওয়ায় আসামে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা!

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৫ ১১:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৬৫ বার


‘আমার সোনার বাংলা’ গাওয়ায় আসামে কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা!

ভারতের আসামে দলীয় এক অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ গাওয়ায় স্থানীয় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা করার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দেশটির শীর্ষ দৈনিক টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আসামের শ্রীভূমিতে কংগ্রেসের একটি দলীয় অনুষ্ঠানে স্থানীয় কয়েকজন নেতা বাংলাদেশের জাতীয় সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানটির ভিডিও দুই দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর রাজ্যজুড়ে তীব্র বিতর্ক শুরু হয়।

এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, কংগ্রেস নেতারা ভারতের জাতীয় অনুভূতিকে অপমান করেছেন। ভারতের জাতীয় সংগীত যেমন শ্রদ্ধা ও ভক্তি নিয়ে গাওয়া হয়, তেমনি বাংলাদেশের জাতীয় সংগীতও একই ভক্তিতে গাওয়া হয়েছে, এটি আসামের মানুষ কোনোভাবেই মেনে নিতে পারে না।

তিনি আরও জানান, যেসব ব্যক্তি ওই গান গেয়েছেন, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং গ্রেপ্তার করা হবে।

মুখ্যমন্ত্রী হিমন্ত এই ঘটনাকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে কথিত ‘বৃহৎ বাংলাদেশ’ তত্ত্বের সঙ্গে যুক্ত করেছেন। তিনি বলেন, আমাদের ভূমিকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানোর যে অপপ্রচার, এই ঘটনাটি তার চেয়ে কম নয়।

এ সময় তিনি কংগ্রেসের লোকসভায় উপনেতা গৌরব গোগোইয়েরও কঠোর সমালোচনা করেন। তার দাবি, স্থানীয় নেতাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে বরং গোগোই নীরব থেকেছেন।

মনে হচ্ছে, তিনি (গোগোই) অন্তরে খুশি হয়েছেন। এটি ভারতের সার্বভৌমত্বের অবমাননা, বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত।

প্রসঙ্গত, ভারতের আসামে বাংলাদেশি সংস্কৃতি, ভাষা ও জাতীয় পরিচয়ের প্রতি আগ্রহ দীর্ঘদিনের হলেও, রাজ্যের বিজেপি সরকার এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে। সাম্প্রতিক এই ঘটনা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।


   আরও সংবাদ