ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

হাপানিয়া সীমান্তে মাদক দ্রব্য সহ একজন আট

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১ নভেম্বর, ২০২৫ ০৯:৩৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৬ বার


 হাপানিয়া  সীমান্তে মাদক দ্রব্য সহ একজন আট

সাপাহার (নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর হাপানিয়া সীমান্তে মাদকসহ এক ব্যক্তিকে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন(১৬ বিজিবি) হাপানিয়া ক্যাম্পের টহল দল। আটককৃত ব্যক্তি হলেন সাপাহার উপজেলার পশ্চিম বিরামপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে উজির (কান্ত) (৩৫)। সিভিল সোর্স ও এসআইপি সদস্যের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টায় সীমান্ত মেইন পিলার ২৩৬ হতে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এবং বিওপি হতে ৮০০ গজ উওর পূর্ব দিকে পশ্চিম বিরামপুর আসামির বাড়ির পাশের পুকুর পাড় যাহার জিআর নং- ৪৬৫৭৪৩ এমএস ৭৮/সি/০৮,৭৮/সি/১২) এলাকায় হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার আঃ ওয়াদুদ এর নেতৃত্বে বিশেষ টহল অভিযান পরিচালনা করে তাকে আটক করেন। এসময় তার কাছ থেকে ১০০ পিস ভারতীয় ট্যাপেন্টেডল ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা। এ বিষয়ে সাপাহারর থানায় একটি মামলা হয়েছে এবং আসামীকে থানায় হস্তান্তর করা  হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ বিজিবি হাপানিয়া বিওপির নায়েব সুবেদার আঃ মান্নান

 


   আরও সংবাদ