ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১১:৫৮ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫২ বার


প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে চায় নির্বাচন কমিশন (ইসি)। মূলত তাদের জন্য প্রক্রিয়া সহজ করতেই নেওয়া হয়েছে আলোচনার উদ্যোগ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনে প্রতিবন্ধীদের ভাবনা জানতে আয়োজন করা হয়েছে একটি বৈঠক।

সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অন্য নির্বাচন কমিশনার, সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিয়েছেন। এ ছাড়া প্রতিবন্ধী প্রতিনিধিরাও রয়েছেন।

সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন অংশীজনের সঙ্গে পর্যায়ক্রমে বৈঠক করছে সংস্থাটি। তারই অংশ হিসেবে সমাজে পিছিয়ে পড়া অংশটির ভাবনাও জানতে চায় ইসি।

আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট করতে চায় কমিশন।


   আরও সংবাদ