স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ৬ নভেম্বর, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৫৭ বার
চ্যাম্পিয়নস লিগে তিনবার পিছিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে বার্সেলোনা। বুধবার রাতে বেলজিয়ামে ক্লাব ব্রুগার মাঠে রোমাঞ্চকর এই ম্যাচে তরুণ উইঙ্গার লামিন ইয়ামাল ছিলেন কাতালান ক্লাবটির ভরসা।
হান্সি ফ্লিকের দলের রক্ষণ একের পর এক ভেঙে দিয়েছিল স্বাগতিক ব্রুগা। উইঙ্গার কার্লোস ফোর্বস একাই দুই গোল করেন এবং আরেকটি গোলে অ্যাসিস্ট করেন নিকোলো ত্রেসোলডিকে।
বার্সেলোনার হয়ে গোল করেন ফেরান তোরেস, ইয়ামাল এবং একটি আত্মঘাতী গোল করেন ব্রুগার ক্রিস্টোস টজোলিস।
ম্যাচের শুরুতে ফোর্বসের পাস থেকে ত্রেসোলডি গোল করে ব্রুগাকে এগিয়ে দেন। দ্রুতই ফেরমিন লোপেজের পাস থেকে তোরেস গোল করলে সমতা ফেরায় বার্সা। এরপর ফোর্বস ও টজোলিসের দুর্দান্ত সমন্বয়ে আবারও এগিয়ে যায় ব্রুগা।
লোপেজ ও জুল কুন্দে বার্সার হয়ে কাঠামো নড়াতে পারলেও গোল পাননি। অবশেষে ইয়ামাল-লোপেজের নিখুঁত বোঝাপড়ায় ২-২ করে ফেলেন ইয়ামাল।
কিন্তু ফোর্বস আবারও দারুণ ফিনিশে নিজের দ্বিতীয় গোল করেন, ৩-২ ব্যবধানে এগিয়ে যায় ব্রুগা। শেষ দিকে ইয়ামালের বাঁকানো শট টজোলিসের মাথায় লেগে দিক বদলে জালে ঢোকে; ফলাফল দাঁড়ায় ৩-৩।
শেষ মুহূর্তে রোমিও ভারমান্ট গোল করলেও ভিএআরে ফাউল ধরা পড়ায় গোলটি বাতিল হয়। ফলে বেলজিয়ামের মাঠ থেকে এক পয়েন্ট নিয়েই ফিরতে হয় গত আসরের সেমিফাইনালিস্ট বার্সেলোনাকে।
ম্যানচেস্টার সিটি ৪–১ বরুশিয়া ডর্টমুন্ড
নিজের সাবেক ক্লাবের বিপক্ষে গোল করলেন আর্লিং হালান্ড। প্রথমার্ধে ফিল ফোডেন ও হুলিয়ান আলভারেজের গোলে এগিয়ে যায় সিটি। দ্বিতীয়ার্ধে ডর্টমুন্ডের ইউসুফা মোকোকো এক গোল শোধ করলেও, হালান্ড ও কেভিন ডি ব্রুইনের গোল নিশ্চিত করে সিটির বড় জয়। এই জয়ে পেপ গার্দিওলার দল শীর্ষে তাদের অবস্থান আরও মজবুত করল।
গালাতাসারাই ৩-০ আয়াক্স
তুর্কি ক্লাবের নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেন দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করে দলের সহজ জয় নিশ্চিত করেন। আয়াক্সের বিপক্ষে এই জয়ে গালাতাসারাই গ্রুপে দ্বিতীয় স্থানে উঠে এসেছে।
বায়ার লেভারকুসেন ১-০ বেনফিকা
দুই সপ্তাহ আগে পিএসজির কাছে ৭-২ গোলে বিধ্বস্ত হওয়া লেভারকুসেন এবার ঘুরে দাঁড়িয়েছে। একমাত্র গোলটি আসে আর্নল্ডো আন্দ্রেয়াসেনের পা থেকে।
ইন্টার মিলান ২-১ কাইরাত আলমাতি
লাউতারো মার্টিনেজ ও মার্কো অর্নাউটোভিকের গোলে জয় পায় ইন্টার। টানা চার ম্যাচ জিতে অপরাজিত তারা। ইন্টার, আর্সেনাল ও বায়ার্ন মিউনিখ এখন পর্যন্ত শতভাগ জয়ে এগিয়ে আছে।
নিউক্যাসল ২-০ আতলেতিক বিলবাও
মিগেল আলমিরন ও আলেকজান্ডার ইসাকের গোলে জয় পায় ইংলিশ ক্লাবটি।
আতালান্তা ১-০ অলিম্পিক মার্শেই
ইতালিয়ান দলটির হয়ে একমাত্র গোল করেন টেউন কুপমেইনার্স।