ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

অসুস্থ নূর ইসলাম গোপালকে দেখতে যান প্রিন্সিপাল ইকবাল হোসাইন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ৯ নভেম্বর, ২০২৫ ১২:৫৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৩ বার


অসুস্থ নূর ইসলাম গোপালকে দেখতে যান প্রিন্সিপাল ইকবাল হোসাইন

মোঃ নুরুন্নবীঃ

পাবনা শহরের সর্বজনপ্রিয় ট্রাফিক নিয়ন্ত্রক নূর ইসলাম গোপালকে শহরের বিভিন্ন পয়েন্টে ট্রাফিক সুশৃঙ্খল রাখতে প্রায়ই দেখা যায়। দায়িত্ববোধ, আন্তরিকতা এবং হাস্যোজ্জ্বল আচরণের মাধ্যমে তিনি শহরবাসীর কাছে হয়ে উঠেছেন এক পরিচিত মুখ ও মানবতার প্রতীক।

 

সম্প্রতি পায়ে সার্জারি হওয়ায় তিনি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে নিজ বাড়ি পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের রাজাপুর গ্রামে বিশ্রামে আছেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানতে পারেন পাবনার জননন্দিত নেতা, প্রিন্সিপাল ইকবাল হুসাইন।

 

বিষয়টি জানার পর মানবিক উদ্যোগে তিনি বৃহস্পতিবার ( ৬ নভেম্বর ) সরাসরি রাজাপুর গ্রামে গিয়ে নূর ইসলাম গোপালের খোঁজখবর নেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ জানতে চিকিৎসা সংক্রান্ত পরামর্শ দেন। পাশাপাশি দ্রুত আরোগ্য কামনা করে তার পাশে থাকার আশ্বাস দেন।

 

প্রিন্সিপাল ইকবাল হুসাইন বলেন, “নূর ইসলাম গোপাল শুধু একজন ট্রাফিক সহায়ক নন, তিনি শহরের সেবক। মানুষকে নিরাপদে রাস্তা পার করানো থেকে শুরু করে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে তার ভূমিকা প্রশংসনীয়। সমাজে এমন মানুষদের সম্মান জানানো আমাদের নৈতিক দায়িত্ব।”

 

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী এবং এলাকাবাসীও উপস্থিত ছিলেন। তারা নূর ইসলাম গোপালের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তার অবদানের প্রশংসা করেন।

 

মানবিক এই উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। অনেকেই মন্তব্য করছেন, “প্রিন্সিপাল ইকবাল হুসাইনের মতো নেতাদের কারণেই সমাজে মানবতার জয় হয় ।”

 


   আরও সংবাদ