ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৪ বার
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর সাম্প্রতিক মন্তব্যকে ভুল এবং কূটনৈতিক শালীনতার প্রতি শ্রদ্ধাশীল নয় বলে অভিহিত করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।
রোববার (৯ নভেম্বর) বাংলানিউজকে তিনি এই প্রতিক্রিয়া জানান।
রাজনাথ সিংয়ের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য আমাদের নজরে এসেছে। সার্বভৌমত্ব, সমতা, একে অপরের বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে পারস্পরিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ। আমরা বিশ্বাস করি শ্রদ্ধার সাথে গঠনমূলক আলোচনার মাধ্যমে সবকিছুর সমাধান করা যায়।
উল্লেখ্য, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চায় না ভারত। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে বক্তব্যের ক্ষেত্রে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।
ভারতের নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে রাজনাথ সিং এ কথা বলেন। গত শুক্রবার গ্রুপটির সংবাদমাধ্যম ফার্স্টপোস্ট এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।
রাজনাথ সিং বলেন, নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে ‘উত্তেজনাপূর্ণ সম্পর্ক’ চায় না। তার ভাষায়, ‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। তবে আমাদের লক্ষ্য সব সময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।
ফার্স্টপোস্ট জানায়, গত বছর শেখ হাসিনার সরকারের পতনের পর দুই দেশের সম্পর্কে কিছুটা টানাপড়েন সৃষ্টি হয়। শেখ হাসিনা দেশ ছাড়ার পর নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন। বর্তমানে শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন।