ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

রাসেলকে দলে ভেড়াল সিলেট

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৫৩ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪৯ বার


রাসেলকে দলে ভেড়াল সিলেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগকে সামনে রেখে দল সাজাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই ধারাবাহিকতায় সিলেট টাইটান্স দলে ভিড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার আন্দ্রে রাসেলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে বিষয়টি জানিয়েছে তারা। 

এবারের আসরে নতুন নাম নিয়ে যাত্রা শুরু হয়েছে সিলেট টাইটান্সের। সিলেটের ফ্র্যাঞ্চাইজি আগে ছয়টি ভিন্ন নামে অংশ নিয়েছে বিপিএলে- সিলেট রয়্যালস, সিলেট সুপার স্টার্স, সিলেট সিক্সার্স, সিলেট থান্ডার, সিলেট সানরাইজার্স ও সিলেট স্ট্রাইকার্স। নতুন নামে আসা এই ফ্র্যাঞ্চাইজিটি পোলার্ড ছাড়াও আরও বেশে কয়েকজনকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে। 

সামাজিক যোগাযোগমাধ্যমে তারা জানায়, দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা, ভারতের রাভি বোপারা, বাংলাদেশের ইয়াসির আলী চৌধুরী, রুবেল হোসেন ও শুভাগত হোম এবার খেলবে তাদের জার্সিতে। 


   আরও সংবাদ