ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

ডাক পেলেন কিউবা মিচেল

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১০ নভেম্বর, ২০২৫ ১০:৫৪ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৪১ বার


ডাক পেলেন কিউবা মিচেল

ভারত ও নেপালের বিপক্ষে দুটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ম্যাচের আগে বাংলাদেশ জাতীয় ফুটবল দলে দুঃসংবাদ। দলের দুই নির্ভরযোগ্য খেলোয়াড় ডিফেন্ডার রহমত মিয়া ও ফরোয়ার্ড মোহাম্মদ ইব্রাহিম চোটে ভুগছেন। যার ফলে এই দুই ম্যাচে তাদের পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

এই পরিস্থিতিতে দ্রুত তাদের বদলি হিসেবে ক্যাম্পে ডাকা হয়েছে দুই ফুটবলারকে। তারা হলেন ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার কিউবা মিচেল এবং ফরোয়ার্ড মুর্শেদ আলী।

ঘরোয়া ফুটবলে বসুন্ধরা কিংসের হয়ে খেলা কিউবা মিচেল আজ (রোববার) বিকেলেই বসুন্ধরা কিংস অ্যারেনায় দলের অনুশীলনে যোগ দেবেন। দীর্ঘদিন ধরেই জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিলেন তিনি। অবশেষে ক্যাম্পে ডাক পেলেও ২৩ সদস্যের চূড়ান্ত দলে জায়গা করে নেওয়ার লড়াই এখন তার সামনে।

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মুখোমুখি হবে জামাল ভূঁইয়ার দল। এই দুটি ম্যাচকে সামনে রেখেই চলছে জাতীয় দলের প্রস্তুতি।


   আরও সংবাদ