ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১ নভেম্বর, ২০২৫ ০৯:৩৬ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
হারুনুর রশিদ জেলা প্রতিনিধি জয়পুরহাট
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কড়িয়া ইক্ষু কেন্দ্রে জামায়াতে ইসলামী ও যুব সমাজের উদ্যোগে ১০ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল ৪টা থেকে মধ্যরাত পর্যন্ত এক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আক্কেলপুর মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার আমীর মোঃ ফজলুর রহমান সাঈদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাঁচবিবি উপজেলা শাখার আমীর ডাঃ মোঃ সুজাউল করিম
উপজেলা শাখার সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার
পাঁচবিবি পৌর শাখার আমীর মোঃ আবুল বাশার
আয়মা রসুলপুর ইউনিয়ন শাখার আমীর মোঃ আহসান হাবিব
ধরঞ্জি ইউনিয়ন শাখার আমীর মোঃ সাজেদুর রহমান
এছাড়াও জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও যুব সমাজের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানটিতে অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা জামায়াতে ইসলামী পরিচালিত বিভিন্ন ধর্মীয়, সামাজিক ও নৈতিক কার্যক্রমের কথা তুলে ধরেন। তারা সমাজে ন্যায়-নীতি প্রতিষ্ঠা ও আদর্শিক মূল্যবোধ গঠনে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানান। বক্তারা দলীয় প্রার্থী মোঃ ফজলুর রহমান সাঈদের প্রতি সমর্থন প্রদানের জন্য উপস্থিত জনসাধারণের সহযোগিতা কামনা করেন।
বক্তারা আরও বলেন, বিভিন্ন রাজনৈতিক দল দুর্নীতিমুক্ত প্রশাসন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার কথা বললেও বাস্তবতা ভিন্ন। তাদের দাবি—দায়িত্ব পেলে জামায়াতে ইসলামী দুর্নীতি মুক্ত বাংলাদেশ, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, সুশিক্ষার প্রসার, স্বাস্থ্য সেবাকে ঢেলে সাজানো, বেকারত্ব কমানো, সকল ধর্মের মানুষদের সমান সুযোগ নিশ্চিত সহ উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে কাজ করবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বক্তারা সু-সংস্কৃতির বিকাশের ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আধুনিকতার নামে অপসংস্কৃতির প্রসার রোধ করে সমাজে ইতিবাচক ও মূল্যবোধসম্পন্ন বিনোদন ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে নারীদের প্রতি অনাকাঙ্ক্ষিত উপস্থাপনাকে ‘অপসংস্কৃতি’ হিসেবে উল্লেখ করে এর বিরুদ্ধে সচেতনতার আহ্বান জানান।
সাংস্কৃতিক পরিবেশনা ও আলোচনা শেষে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।