ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বাসে দুর্বৃত্তদের আগুন

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০২৫ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


বাসে দুর্বৃত্তদের আগুন

রাজধানীর পল্লবীর সাগুপ্তা সড়কে পার্কিং করা অবস্থায় ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বুধবার (১২ নভেম্বর) রাত ১২টা ১০ মিনিটে ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের ওই বাসে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাহজাহান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পল্লবী ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

স্থানীয়রা জানান, রাতের নীরব সময়ে হঠাৎ আগুন দেখে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


   আরও সংবাদ