ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

উন্নয়ন ট্রাস্ট এর বনভোজন ও আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০২৫ ০৯:১৯ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৭৬ বার


উন্নয়ন ট্রাস্ট এর বনভোজন ও আলোচনা সভা

ছাইদুল ইসলাম, ধামইরহাট প্রতিনিধি নওগাঁ। 

নওগাঁর ধামইরহাটে ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট (ডিডিটি) এর বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর)  এক জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঐতিহ্য বাহী  শালবন ঘেরা আলতাদিঘী জাতীয় উদ্যানে পালিত হলো"ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট "এর উন্নয়ন  মিটিং-২০২৫।

দিনভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য ছিল আলোচনা সভা,  মধ্যহ্নভোজ,বিকেলের আড্ডা। সবাই যেন ফিরে পায় কৈশোরের দিন।

আজকের অনুষ্ঠানে ধামইরহাট  উন্নয়ন ট্রাস্ট এর উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য মো,আবু হেনা মোস্তফা কামাল ও মো, ফরিদুজ্জামান উপস্থিত থেকে অনুষ্ঠান আরো প্রাণবন্ত করেন।

আলোচনায় বর্তমান সমসাময়ী  বিষয় নিয়ে উপদেষ্ঠা মন্ডলী সহ সভাপতি, সাধারন সম্পাদক ও সমিতির গণ্য মাণ্য ব্যক্তিবর্গ বিষদ আলোচনা করেন। তারা বলেন আগামীতে   ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট সবার কাছে একটি অনুকরণীয়  মডেল হিসাবে উপস্থাপিত হবে ইনশাআল্লাহ।ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট সর্বদা ভালো কাজে আছে থাকবেন।

 ডিডিটির সভাপতি মোঃ ফেরদৌস হোসেনের সভাপতিত্বে ডিডিটির নির্বাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডিডিটির উপদেষ্টা মোঃ আবু হেনা মোস্তফা কামাল, উপদেষ্টা মোঃ ফরিদুজ্জামান ও ডিডিটির সহ-সভাপতি মোঃ মোস্তফা কামাল চৌধুরী (জিন্নাহ) ও সাধারণ সম্পাদক মো,হারুন অর রশিদ । 

এসময় উপস্থিত ছিলেন ধামইরহাট উন্নয়ন ট্রাস্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী, ডিডিটির কোষাধক্ষ্য মোঃ আনোয়ার হোসেন, সদস্য মোঃ জবেদুল আলমসহ ডিডিটির সদস্য ও সদস্যারা।

 


   আরও সংবাদ