ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫ ১৪:২৮ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৯ বার
গোপালগঞ্জ: জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় ভারতে পালিয়ে যাওয়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের রায় ঘোষণা করা হচ্ছে আজ (সোমবার, ১৭ নভেম্বর)। এর প্রতিবাদে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা শাটডাউন কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।
সোমবার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার এলাকায় অবস্থান নিয়ে তারা ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের দুইপাশে যানবাহন আটকা পড়ে।
অবরোধের এ দৃশ্য ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন তারা।
স্থানীয়রা জানান, সকাল পৌনে ৮টার দিকে উপজেলার তিলছড়া বাজার সংলগ্ন এলাকায় গাছের গুঁড়ি ফেলে ২০ মিনিটের মতো ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে ছাত্রলীগ। এসময় মহাসড়কের দুইপাশে বেশ কিছু যানবাহন আটকা পড়ে। পরে খবর পেয়ে কাশিয়ানী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যান তারা। পুলিশ গাছের গুঁড়ি সরিয়ে যান চলাচলের স্বাভাবিক করে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, একটি পিকআপ ভ্যানে করে কয়েকজন এসে এক-দেড় মিনিট সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিয়ে পালিয়ে গেছেন।