ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৭ নভেম্বর, ২০২৫ ১৭:১৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৫১ বার


সরে দাঁড়ালেন তামিম

আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অংশ নিচ্ছেন না বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তিনি নিজেই ক্রিকেট বোর্ডকে (বিসিবি) খেলোয়াড় নিলাম থেকে তার নাম প্রত্যাহারের অনুরোধ করেছেন।   

নাম প্রত্যাহারের ব্যাপারটি সংবাদমাধ্যমকে তামিম নিশ্চিত করে বলেন, ‘হ্যাঁ, আমি বিপিএলে খেলছি না। শাহরিয়ার নাফিসকে আমার নাম ড্রাফট থেকে তুলে নিতে বলেছি।’

আগামী ২৩ নভেম্বর অনুষ্ঠিত হবে বিপিএলের নিলাম।

২০১২ সালে বিপিএলের যাত্রা শুরুর পর থেকে প্রতিটি আসরে খেলেছেন তামিম, এবং টুর্নামেন্টের অন্যতম সফল ব্যাটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ফরচুন বরিশালের হয়ে পরপর দুই মৌসুমে শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি; ব্যাটার হিসেবে যেমন, নেতৃত্বেও তেমন।

তবে এবারের সিদ্ধান্ত খুব একটা অপ্রত্যাশিত নয়। একদিকে তার শারীরিক অবস্থার অনিশ্চয়তা, অন্যদিকে ফরচুন বরিশালের টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো; দুটি কারণই তাকে অংশগ্রহণ থেকে দূরে সরিয়ে দিয়েছে। বরিশাল জানায়, প্রস্তুতির জন্য যথেষ্ট সময় না থাকার কারণে তারা বিপিএলে অংশ নেবে না।

৩৬ বছর বয়সী তামিম মার্চ ২০২৫-এর পর থেকে আর কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে নেই। একটি ঘরোয়া ম্যাচে হার্ট অ্যাটাকের পর তিনি পুরোপুরি সুস্থ হওয়ার দিকেই মনোযোগ দিয়েছেন।

এর বাইরে সাম্প্রতিক সময়ে ক্রিকেট প্রশাসনে যুক্ত হওয়ার চেষ্টা করেছিলেন তিনি। বিসিবি নির্বাচনে অংশ নিতে চাইলেও পরে তিনি সরে দাঁড়ান সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে।


   আরও সংবাদ