ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৪ বার
হারুনুর রশিদ জয়পুরহাট জেলা প্রতিনিধ
জয়পুরহাট, ১৭ নভেম্বর ২০২৫ – জয়পুরহাট জেলা শহরে আজ বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেছে। এটি করা হয়েছে শেখ হাসিনা-সংশ্লিষ্ট আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের রায় ঘোষণার পর।
দুপুর থেকেই শহরের রেলগেইট স্টেশন সংলগ্ন বিএনপি কার্যালয়ে স্থানীয় নেতাকর্মীরা একত্রিত হতে শুরু করেন। বিকেলের দিকে দলীয় কার্যালয় ও পাঁচুর মোড় থেকে আলাদা দুটি মিছিল বের হয়।
প্রথমটি পরিচালনা করেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধান।
দ্বিতীয় মিছিলটি নেতৃত্ব দেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফয়সাল আলীম।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের রায়কে “গণতান্ত্রিক চেতনার বিজয়” হিসেবে বর্ণনা করেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।
আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতের রায়ে মৃত্যুদণ্ড/ফাঁসির রায় ঘোষণার পর বিএনপি নেতারা তা স্বাগত জানিয়েছেন এবং রায় দ্রুত কার্যকর করার দাবি তুলেছেন। এ সময় শহরের বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়, যাতে অপ্রতিকর ঘটনা এড়ানো যায়।
অন্যদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামি জয়পুরহাটে উপস্থিত থাকলেও তারা কোনো আনন্দ মিছিলের আয়োজন করেনি; শুধুমাত্র বিবৃতি প্রকাশ করেছে। সংবাদ সূত্রে জানা গেছে, তারা আদালতের রায়ে তাদের অবস্থান জানিয়েছে, কিন্তু কোন পাবলিক উল্লাস বা মিছিলের সঙ্গে যুক্ত হয়নি।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির রায় হলেও জামাত-ইসলামিক কোনো আনন্দ মিছিল বা মিষ্টি বিতরণ করেনি। বিপরীতে, স্বাধীনতা যুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের কারণে জামাত-সংশ্লিষ্টদের ফাঁসির রায় দেওয়ার পর আওয়ামী লীগ আনন্দ মিছিল করেছে এবং মিষ্টি বিতরণ করেছিল।
এভাবে জয়পুরহাটে বিকেলে আনন্দ মিছিলটি সম্পন্ন হয়েছে শান্তিপূর্ণভাবে, যেখানে বিএনপি-এর নেতা ও কর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।