ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সেমিফাইনালের পথে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১১:১১ পূর্বাহ্ন | দেখা হয়েছে ৩৭ বার


সেমিফাইনালের পথে বাংলাদেশ

হংকংকে উড়িয়ে দিয়ে নেট রান রেট উঁচুতে তোলার পর এবারের এশিয়া কাপ রাইজিং স্টারস টি–টোয়েন্টি আসরে দুরন্ত ধারাবাহিকতা বজায় রাখল বাংলাদেশ ‘এ’ দল। আজ আফগানিস্তানের বিপক্ষেও দাপুটে জয় পেয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছে আকবর আলীর নেতৃত্বাধীন দল।

দোহায় অনুষ্ঠিত ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে রিপন মণ্ডল ও রাকিবুল হাসানের দুর্ধর্ষ বোলিংয়ে ১৮.৪ ওভারে মাত্র ৭৮ রানে অলআউট হয় আফগানিস্তান ‘এ’ দল। লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৩.৩ ওভারে ২ উইকেট হারিয়েই সহজ জয় পায় বাংলাদেশ।

এর আগে হংকংয়ের বিপক্ষে ১৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে হাবিবুর রহমানের ৩৫ বলে ঝোড়ো সেঞ্চুরি ও অধিনায়ক আকবর আলীর ১৩ বলে অপরাজিত ৪১ রানে ৯ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত করেছিল বাংলাদেশ।

আজকের ম্যাচে রিপন ৪ ওভারে ১০ রান দিয়ে ৩ উইকেট, রাকিবুল ৪ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট এবং এসএম মেহেরব ২ উইকেট নেন ১৪ রান খরচায়।

এই জয়ে ২ ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের পয়েন্ট ২ করে। তিন দলই তিন ম্যাচ শেষে ৪ পয়েন্টে যেতে পারে; তবে প্রথম দুই ম্যাচের পর নেট রান রেটে বাংলাদেশের অবস্থান অনেক ভালো। বাংলাদেশের নেট রান রেট এখন +৪.০৭৯, শ্রীলঙ্কার +১.৩৪১ এবং আফগানিস্তানের +০.১২২।


   আরও সংবাদ