ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১৩:২৬ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের মুখপাত্র রাভিনা শামদাসানি ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
সোমবার (১৭ নভেম্বর) জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে রাভিনা শামদাসানি বলেন, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক আজ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা গত বছর বিক্ষোভ দমনের সময় সংঘটিত গুরুতর লঙ্ঘনের শিকারদের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত।
বিবৃতিতে বলা হয়, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আমাদের তথ্য-অনুসন্ধান প্রতিবেদন প্রকাশের পর থেকে, আমরা অপরাধীদের— কমান্ড এবং নেতৃত্বের পদে থাকা ব্যক্তিদের আন্তর্জাতিক মান অনুসারে জবাবদিহি করার আহ্বান জানিয়ে আসছি। আমরা ভুক্তভোগীদের কার্যকর প্রতিকার এবং ক্ষতিপূরণ পাওয়ার আহ্বানও জানিয়েছি।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের বিবৃতিতে আরও বলা হয়, যদিও আমরা এই বিচার পরিচালনার সাথে ছিলাম না, তবুও আমরা ধারাবাহিকভাবে সকল জবাবদিহিতামূলক কার্যক্রম, বিশেষ করে আন্তর্জাতিক অপরাধের অভিযোগে যথাযথ প্রক্রিয়া এবং ন্যায়বিচারের আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করার পক্ষে বলে আসছি। এটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ যখন, এখানে যেমনটি ঘটেছে, বিচারকাজ দায়ী ব্যক্তিদের অনুপস্থিতিতে এবং মৃত্যুদণ্ডের দিকে পরিচালিত হয়েছে। আমরা মৃত্যুদণ্ড আরোপের জন্যও দুঃখ প্রকাশ করছি, যেটা আমরা সকল পরিস্থিতিতেই বিরোধিতা করি।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক আশা করেন, বাংলাদেশ জাতীয় পুনর্মিলন এবং নিরাময়ের পথ হিসেবে সত্য-বক্তব্য, ক্ষতিপূরণ এবং ন্যায়বিচারের একটি বিস্তৃত প্রক্রিয়া নিয়ে এগিয়ে যাবে। এর মধ্যে অর্থপূর্ণ এবং রূপান্তরমূলক নিরাপত্তা খাতের সংস্কার অন্তর্ভুক্ত থাকা উচিত, যা আন্তর্জাতিক মানদণ্ডকে সম্মান করে, যাতে এই ধরনের লঙ্ঘন এবং অপব্যবহারের পুনরাবৃত্তি না হয়। এই প্রচেষ্টায় বাংলাদেশের সরকার এবং জনগণকে সমর্থন করার জন্য জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় প্রস্তুত।
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার সব পক্ষকে শান্ত থাকার এবং সকলকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।