ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

বিশ্বকাপের দর্শকদের জন্য ‘ফিফা পাস’ চালু

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১৩:৩৫ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৬ বার


বিশ্বকাপের দর্শকদের জন্য ‘ফিফা পাস’ চালু

২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট কিনেছেন এমন ভ্রমণকারীদের ভিসা অ্যাপয়েন্টমেন্টে (সাক্ষাৎকার) অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার হোয়াইট হাউসে ট্রাম্প ‘ফিফা প্রায়োরিটাইজড অ্যাপয়েন্টমেন্ট শিডিউলিং সিস্টেম (পাস)’ নামে একটি নতুন ব্যবস্থা চালুর ঘোষণা দেন। তিনি বলেন, ‘এই সিস্টেমের মাধ্যমে বিশ্বকাপের টিকিটধারীরা, যাদের ভিসার জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে, তারা ফিফার মাধ্যমে অগ্রাধিকারমূলক সাক্ষাৎকারের জন্য আবেদন করতে পারবেন।’

তবে মার্কিন সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও স্পষ্ট করে দিয়েছেন যে, টিকিট থাকা মানেই স্বয়ংক্রিয়ভাবে ট্যুরিস্ট ভিসা পাওয়া নয়। সোমবার হোয়াইট হাউসে রুবিও বলেন, ‘আপনার টিকিট কোনো ভিসা নয়; এটি যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা দেয় না।’

রুবিও ব্যাখ্যা করেন যে, এই ব্যবস্থার ফলে টিকিটধারী বিদেশি নাগরিকরা আবেদন করার ছয় থেকে আট সপ্তাহের মধ্যে দূতাবাস বা কনস্যুলেটে সাক্ষাৎকারের সুযোগ পেতে পারেন। তিনি বলেন, ‘অন্যান্য আবেদনকারীর মতোই তাদেরও একইরকম যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। একমাত্র পার্থক্য হলো আমরা তাদের অপেক্ষমাণ তালিকায় (লাইনে) এগিয়ে আনছি।’

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে আগামী বছরের জুন ও জুলাই মাসে ২০২৬ পুরুষদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যার বেশিরভাগ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে।

বর্তমানে এমন অনেক দেশ আছে যাদের জাতীয় দল বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, কিন্তু সেসব দেশ থেকে মার্কিন ভিসার অ্যাপয়েন্টমেন্ট পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, কলম্বিয়ায় বর্তমানে ভিসার সাক্ষাৎকারের জন্য প্রায় ১১ মাস, মেক্সিকো সিটিতে সাড়ে ৯ মাস এবং টরন্টোতে (অ-কানাডিয়ান নাগরিকদের জন্য) ১৪ মাস অপেক্ষা করতে হচ্ছে। এই দীর্ঘসূত্রতা বহাল থাকলে, অনেক ভক্তের ভিসা প্রক্রিয়া শেষ হওয়ার আগেই বিশ্বকাপ শেষ হয়ে যাবে।

ওভাল অফিসে ট্রাম্প ও রুবিওর সঙ্গে বৈঠকে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বলেন, বিশ্বকাপের ম্যাচগুলো দেখতে প্রায় ১০ মিলিয়ন (এক কোটি) দর্শক যুক্তরাষ্ট্রে আসতে পারে। তিনি এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, ‘এই ফিফা পাসের মাধ্যমে আমরা নিশ্চিত করতে পারি যে, যারা বৈধ টিকিট ক্রেতা বা ফুটবল ভক্ত, তারা যেন ভিসা প্রাপ্তি থেকে শুরু করে সব ক্ষেত্রে সেরা পরিবেশে বিশ্বকাপ উপভোগ করতে পারেন।’

‘ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশন’ এই ঘোষণাকে স্বাগত জানিয়ে বলেছে, ‘এই প্রক্রিয়া নিরাপত্তা বিসর্জন না দিয়েই প্রয়োজনীয় দক্ষতা বাড়াবে এবং অপেক্ষার সময় কমিয়ে আনবে।’

তবে এই নতুন নিয়ম সেইসব দেশের টিকিটধারীদের জন্য প্রযোজ্য হবে কিনা তা স্পষ্ট নয়, যাদের নাগরিকদের ওপর মার্কিন ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে। উল্লেখ্য, গত জুনে প্রেসিডেন্ট ট্রাম্প ১২টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করেন। বিশ্বকাপ খেলা নিশ্চিত করা ইরানও এই দেশগুলোর মধ্যে রয়েছে। যদিও সেই নির্বাহী আদেশে খেলোয়াড় ও কোচিং স্টাফদের ছাড় দেওয়া হয়েছে, তবে ভক্তদের ওপর এই নিষেধাজ্ঞা বহাল থাকতে পারে।

অবশ্য, আগামী বছর যুক্তরাষ্ট্রে আসা সব ভ্রমণকারীর ভিসার প্রয়োজন হবে না। ‘ইউএস ভিসা ওয়েভার প্রোগ্রাম’-এর আওতাভুক্ত দেশগুলোর (যার মধ্যে যুক্তরাজ্য, ইউরোপের বেশিরভাগ দেশ, জাপান এবং অস্ট্রেলিয়া রয়েছে) নাগরিকরা সাধারণত ভিসা ছাড়াই ৯০ দিন পর্যন্ত ভ্রমণ করতে পারেন।

প্রসঙ্গত, গত দুটি বিশ্বকাপে রাশিয়া ও কাতার খেলার টিকিটের সঙ্গে একটি ‘ফ্যান আইডি’ দিয়েছিল, যা সেদেশে প্রবেশের জন্য ভিসার মতোই কাজ করেছিল।


   আরও সংবাদ