স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ১৩:৪৩ অপরাহ্ন | দেখা হয়েছে ৩৪ বার
ম্যানচেস্টার সিটির স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা আজ অনুষ্ঠিতব্য ফিলিস্তিন এবং কাতালোনিয়ার মধ্যকার একটি প্রীতি ম্যাচকে জোরালো সমর্থন জানিয়েছেন। ম্যাচটির জন্য এরই মধ্যে ২৭ হাজারের বেশি টিকিট বিক্রি হয়েছে। এই ম্যাচটির মূল উদ্দেশ্য ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি সামরিক বাহিনী দ্বারা সংঘটিত গণহত্যার বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা।
এর আগে শনিবার রাতে ফিলিস্তিন বাস্ক কান্ট্রির মুখোমুখি হয়েছিল। সান মেমেসে অনুষ্ঠিত সেই ম্যাচে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে ৫০ হাজারের বেশি দর্শক সমবেত হন। এবার কাতালানদের বিপক্ষে এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে খেলতে নামবে ফিলিস্তিন। এই উপলক্ষ্যেই কাতালান স্টেশন ‘আরএসিওয়ান’-এ কথা বলেছেন গার্দিওলা।
গার্দিওলা বলেন, ‘এটি একটি প্রতীকী ম্যাচের চেয়েও বেশি কিছু। আজকাল সবকিছুই সবার জানা, এবং এই ম্যাচ দিয়ে ফিলিস্তিনিরা দেখতে পাবে যে বিশ্বের একটি অংশ তাদের কথা চিন্তা করে।’
সাক্ষাৎকারে গার্দিওলা বৈশ্বিক প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করেন। যদিও বেশ কয়েকটি দেশ এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং গণহত্যার অবসানের আহ্বান জানিয়েছে, তবে খুব কম দেশই ইসরায়েলের বিরুদ্ধে জোরালো কোনো পদক্ষেপ নিয়েছে।
ম্যানসিটি কোচ বলেন, ‘বিশ্ব ফিলিস্তিনকে পরিত্যাগ করেছে। আমরা একেবারে কিছুই করিনি। তারা সেখানে জন্মগ্রহণ করার জন্য দায়ী নয়। আমরা সবাই মিলে একটি আস্ত জাতিকে ধ্বংস হতে দিয়েছি।’
তিনি আরও যোগ করেন, ‘আমি এমন কাউকে কল্পনা করতে পারি না যে এই পৃথিবীতে গাজার গণহত্যাকে সমর্থন করতে পারে। আমাদের সন্তানরাও সেখানে থাকতে পারতো এবং কেবল সেখানে জন্ম নেওয়ার কারণেই নিহত হতে পারতো। নেতাদের ওপর আমার খুব কমই বিশ্বাস আছে। তারা ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে।’