ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

সহ-অধিনায়ক হলেন শান্ত-মিরাজ-সাইফ

স্পোর্টস ডেস্ক


প্রকাশ: ১৮ নভেম্বর, ২০২৫ ২০:৫৩ অপরাহ্ন | দেখা হয়েছে ২৮ বার


সহ-অধিনায়ক হলেন শান্ত-মিরাজ-সাইফ

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তিন ফরম্যাটেই নতুন সহ-অধিনায়ক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বোর্ড।

 

টেস্ট দলে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ডেপুটি হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। চলমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এই জুটিকেই নেতৃত্বে রাখছে বিসিবি।

 

ওয়ানডেতে পরিস্থিতি ঠিক উল্টো। বর্তমানে এই ফরম্যাটে নেতৃত্ব দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ। তার সহকারী করা হয়েছে শান্তকে। এর আগে ওয়ানডে দলের অধিনায়ক ছিলেন শান্তই, এবার মিরাজের ডেপুটি হয়ে ফিরলেন তিনি।

 

টি-টোয়েন্টিতে এসেছে নতুন চমক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দায়িত্ব পালন করবেন লিটন দাস। আর তার সহ-অধিনায়ক হিসেবে জায়গা পেয়েছেন ফর্মে থাকা সাইফ হাসান। এশিয়া কাপ থেকে ধারাবাহিক পারফরম্যান্সে নজর কাড়া সাইফকে এবার বড় দায়িত্ব দিল বিসিবি।

 

বাংলাদেশ ক্রিকেটে সহ-অধিনায়ক ঘোষণা সাধারণত খুব ঘটা করে দেখা যায় না। এবার তিন ফরম্যাটে আলাদা তিনজনকে আনুষ্ঠানিকভাবে ঘোষণার বিষয়টি তাই ক্রিকেট মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


   আরও সংবাদ