ঢাকা, শনিবার, ২২ নভেম্বর ২০২৫,
সরকার অনুমোদিত নিবন্ধন নম্বর ১৯১
Reg:C-125478/2015

জোটের শরিকদের সংলাপে ডাকছে না ইসি

ডেস্ক রিপোর্ট


প্রকাশ: ২০ নভেম্বর, ২০২৫ ০৮:৫৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ২৫ বার


জোটের শরিকদের সংলাপে ডাকছে না ইসি

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচনী জোটের শরিকদের নির্বাচনী সংলাপে ডাকছে না নির্বাচন কমিশন (ইসি)। ‘আপাতত’ কোনো সিদ্ধান্তও নেই সংস্থাটির।

নির্বাচন কমিশন সূত্রগুলো জানিয়েছে, নিবন্ধিত সবগুলো দলকেই সংলাপে ডাকার নীতিগত সিদ্ধান্ত থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের দাবির মুখে সে অবস্থান থেকে সরে আসে কমিশন। ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ওই দলগুলোর কাছ থেকে কোনো মতামত নেওয়ার ‘আপাতত’ কোনো প্রয়োজন দেখছে না।

ভোটকে সামনে রেখে ইতোমধ্যে সুশীল সমাজ, বিশেষজ্ঞ, নারী প্রতিনিধিসহ বিভিন্ন মহলের সঙ্গে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। নতুন দলের নিবন্ধন প্রক্রিয়ার বিলম্বের কারণে আটকে ছিল কেবল রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ। সম্প্রতি নতুন দলের বিষয়টি চূড়ান্ত করার পর গেল সপ্তাহে দলগুলোর সঙ্গে বসার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে চারদিনে মোট ৪৮টি দলকে আলোচনায় আসার জন্য আমন্ত্রণ জানানো হয়।

১৩ নভেম্বর যেসব দলকে সংলাপে ডাকা হয়েছিল
এলডিপি, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম— ১২টি দল।

১৬ নভেম্বর যাদের ডাকা হয়েছিল
গণফোরাম, গণফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি, বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল-বাংলাদেশ জাসদ, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ, তৃণমূল বিএনপি, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ খেলাফত মজলিস ও ইসলামী আন্দোলন বাংলাদেশ— ১১টি দল।

১৭ নভেম্বর যাদের ডাকা হয়েছিল
বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল, আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা ও জাকের পার্টি— মোট ১২টি দল।

১৯ নভেম্বর যাদের ডাকা হয়েছে
বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি–বিএমজেপি, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি, গণসংহতি আন্দোলন-জিএসএ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ লেবার পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি, গণঅধিকার পরিষদ (জিওপি), নাগরিক ঐক্য, বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ও বাংলাদেশ সমাজতান্ত্রিক দল-বাসদ মার্কসবাদী— মোট ১৩টি দল।

চারদিনে এই ৪৮টি দলকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। এদের মধ্যে বিজেপি আলোচনায় আসেনি।

ইসিতে এ পর্যন্ত নিবন্ধন পেয়েছে ৫৯টি দল। এদের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত রয়েছে। নিবন্ধন বাতিল হয়েছে ফ্রিডম পার্টি, ঐকবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপি’র। অর্থাৎ ইসিতে নিবন্ধিত দল রয়েছে ৫৫টি। সেই হিসেবে সাতটি দলের সঙ্গে সংলাপ নিয়ে ইসির কোনো সিদ্ধান্ত নেই। দলগুলো হলো—জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, জাতীয় পার্টি-জাপা, ওয়ার্কার্স পার্টি, সাম্যবাদী দল, জাতীয় পার্টি-জেপি (মঞ্জু), তরিকত ফেডারেশন ও গণতন্ত্রী পার্টি।

জানা গেছে, আওয়ামী লীগের সঙ্গে নির্বাচনী জোটে ছিল সাতটি দল। এক্ষেত্রে ২০২৪ সালের ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের জোট শরিক বিকল্পধারা বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছিল ইসি। তবে জোটে না থাকলেও আমন্ত্রণ পায়নি জাতীয় পার্টি-জেপি (মঞ্জু)।

ভোটের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে গত কয়েক মাস ধরেই আওয়ামী লীগের জোট শরিকদের ভোটের সকল আয়োজনের বাইরে রাখতে ইসির প্রতি দলগুলোর চাপ আসতে থাকে। এ নিয়ে গণঅধিকার পরিষদ, এনসিপিসহ বিভিন্ন দল ইসির প্রতি দাবিও জানায়।

৪৮টি দলকে সংলাপে ডাকা হলো, অবশিষ্ট দলগুলোর সঙ্গে কবে সংলাপ হবে, বা কবে ডাকা হবে— এমন প্রশ্নের জবাবে ইসি সচিব আখতার আহমেদ বলেন, যাদের সঙ্গে মতবিনিময় করার সিদ্ধান্ত দিয়েছিলে কমিশন তাদের সঙ্গে হয়েছে।

নিবন্ধনপ্রত্যাশী নতুন সাতটি দল, যাদের নিয়ে পুর্নবিবেচনার সিদ্ধান্ত হয়েছে, তারা নিবন্ধন পেলে কী হবে বা নিবন্ধিত রয়েছে কিন্তু ডাকা হয়নি এমন দলগুলোর বিষয়ে কী হবে জানতে চাইলে তিনি বলেন, এই মূহুর্তে আর কোনো দলের সঙ্গে মতবিনিময়ের প্রয়োজন আছে বলে কমিশনের কাছে প্রতীয়মান হয় না।

আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন। এজন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার সকল প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।


   আরও সংবাদ