আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ নভেম্বর, ২০২৫ ০৯:৪৭ পূর্বাহ্ন | দেখা হয়েছে ১৩ বার
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে শুক্রবার আয়োজিত এক এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় ভারতীয় বিমানবাহিনীর একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।
ভারতের তৈরি তেজস যুদ্ধবিমানটি মহড়া চালাকালীন এটি মাটিতে পড়ে যায়। এ সময় বিমানটি বিস্ফোরিত হলে পাইলট এর ভেতরে আটকা পড়ে মারা যায়।
মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় বিমান প্রদর্শনীর শেষ দিনে আকাশ প্রদর্শনী দেখার সময় জনাকীর্ণ গ্র্যান্ডস্ট্যান্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুবাইয়ের সরকার পরিচালিত মিডিয়া অফিস ‘পাইলটের মর্মান্তিক মৃত্যু’ নিশ্চিত করেছে এবং ভারতীয় বিমান বাহিনী (আইএএফ) তদন্তের ঘোষণা দিয়েছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, আইএএফ প্রাণহানির জন্য গভীরভাবে শোক প্রকাশ করছে এবং শোকাহত পরিবারের পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিমানটি মাটিতে আছড়ে পড়ার পরপরই তীব্র বিস্ফোরণ ঘটে এবং ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ে।
দুবাই মিডিয়া অফিস জানিয়েছে, দুর্ঘটনার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্থানীয় সময় দুপুর ২টার কিছু পর ঘটনাটি ঘটে।
দুবাই কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আজকের ফ্লাইং ডিসপ্লেতে অংশ নেয়া ভারতের একটি তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। এতে পাইলট দুঃখজনকভাবে প্রাণ হারিয়েছেন। দমকল ও জরুরি সেবাদানকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ভারতীয় বিমানবাহিনী দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছে।
তাদের বিবৃতিতে বলা হয়, দুবাই এয়ারশোতে আকাশ প্রদর্শনীর সময় একটি আইএএফ তেজস বিমান দুর্ঘটনার শিকার হয়েছে। পাইলট প্রাণঘাতী আঘাত পেয়েছেন। আমরা গভীর শোক প্রকাশ করছি এবং নিহত পাইলটের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। দুর্ঘটনার কারণ নির্ধারণে তদন্ত আদালত গঠন করা হবে।
শুক্রবার ছিল বছরের শেষ দুবাই এয়ারশো। বিশ্বব্যাপী অন্যতম বৃহৎ এই এভিয়েশন ইভেন্টে প্রায় দেড় লাখ দর্শনার্থীর উপস্থিতি আশা করা হচ্ছিল।
সূত্র: এএফপি